Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমুহ

প্রাক- প্রাথমিক শিক্ষা-

প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে সুনির্দিষ্ট এবং বাস্তবভিত্তিক করতে ও বিকাশের তাত্বীয় ধারনাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসতেই ফরাফল সমুহ নির্ধারণ করা হয়েছে। ফলাফল সমুহ হচ্ছে- নিজের নাম ,পিতামাতার নাম,পরিবারের ঠিকানা, এবং নিজের জন্ম তারিখ বলতে পারা। শরীরের বিভিন্ন অংশের নাম এবং তার কাজ বলতে পারা। সামাজিক রীতি এবং ধর্মীয় রীতি অনুসরন করতে পারা। শিশুদের বিভিন্ন ছড়া, গান , ও জাতীয় সংগীত গাইতে পারা। একই ধরনের জিনিস শ্রেণী অনুযায়ী সাজানো, বিভিন্ন বস্তুর পার্থক্য করতে পারা। বৃত্ত,ত্রিভুজ,এবং আয়তক্ষেত্র আকতে পারা ও নাম বলতে পারা। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয় সম্পর্কে জানা ও নিজেকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখতে পারা। নিত্য কর্ম ও প্রার্থনা করতে পারা। চার পাশের প্রাকৃতিক জিনিস সম্পর্কে জানা এবং সেগুলোর কাজ সম্পর্কে জানা। ব্লোক, মাটি, পাতা, কাগজ ইত্যাদি দিয়ে খেলনা বানানো শেখা। ০-১০০ পর্যন্ত সংখ্যাগুলো চিনতে,পড়তে ও লিখতে পারা। ছোট ছোট যোগ - বিয়োগ করতে পারা। বাংলা ও ইংরেজি অক্ষরগুলো চিনতে ও পড়তে পাড়া। দুটি বাংলা অক্ষর দিয়ে গঠিত শব্দ বলতে ও লিখতে পারা। প্রথম শ্রেনীর পাঠ্যপুস্তকে দেয়া শব্দগুলো উচ্চারণ করতে পারা। প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে উল্লিখিত সুনির্দিষ্ট ফলাফল সমুহ শিশুরা অর্জন করতে পারলে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিকাশ  এবং তৎসম্পর্কিত দক্ষতা সমুহও অর্জিত হবে। ফলে তারা যথাযথ ভাবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত হতে পারবে

বয়স্ক শিক্ষা : বাংলা অক্ষরগুলো চিনতে ,পড়তে ও লিখতে পারা। বাংলা অক্ষর দিয়ে গঠিত শব্দ সমুহ পড়তে ও লিখতে পারে। বিভিন্ন বই , পত্রিকা, ও পোস্টার পড়তে পারে। সাক্ষরতা অর্জনের পাশাপাশি কর্মদক্ষতা অর্জনে সক্ষম করে তোলা। সামাজিক সমস্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা । আত্ন উপলব্ধি বৃদ্ধি পাওয়া। সনাতন ধর্মের রীতিনীতি যথাযথ পালন করা। ভুমি চাষ, শাক-শবজি চাষ,হাস - মুরগী পালন, মৎস চাষ,কুঠির শিল্প সম্পর্কে হাতে কলমে দক্ষতা অর্জন করতে পারে। সমবায় ও যৌথ পুজি সম্পর্কে জানতে পারা। সাধারণ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পারে। মৌলিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে।

গীতা শিক্ষা : সংস্কৃত (দেবনগরী) বর্ণমালা শুদ্ধ উচ্চারণে পঠন ও সুন্দরভাবে লিখনের সক্ষমতা অর্জন করতে পারে। সংস্কৃত শব্দ ,যুক্ত বর্ণের সন্ধি বিচ্ছেদ,সঠিক উচ্চরণ, ও বাংলা অর্থ শিখতে পারে। শ্রীমদ্ভগবদগীতা পাঠের পুর্বে পাঠকের প্রস্ততি পর্বে করনীয বিষয় জানতে পারবে। শ্রীমদ্ভগবদগীতা গ্রস্থের পরিচিতি ও গীতার মাহত্ব্য জানতে পারবে। সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারনা লাভ করবে।