Wellcome to National Portal
Main Comtent Skiped

কিভাবে সেবা পাবেন

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি শিক্ষামুরক প্রতিষ্ঠান। অএ অফিসের মাধ্যমে এখানে সনাতন ধর্মালম্বীদের প্রাক-প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, এবং গীতা শিক্ষা প্রদান করা হয়। জেলা কার্যালয়ের নির্ধারিত ফরমে মাধ্যমে কেন্দ্র স্থাপনের আবেদনের প্রেক্ষিতে হিন্দু অধ্যাষিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান চালূ করা হয়। কেউ নতুন কেন্দ্র স্থপন করতে চাইলে অফিসে যোগায়োগ করতে পারেন। যোগাযেগের ঠিকানা - সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,রামচন্দ্রপুর,টিকাপাড়া, বাসাররোড়,রাজশাহী।